শিল্পী সমিতির নির্বাচন

ভোট দিতে এসে ক্ষেপেছেন হাসান জাহাঙ্গীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৯ এপ্রিল ২০২৪

‘এফডিসিতে নিরাপত্তার দরকার আছে তবে, এতটা দরকার নেই। ভোটারের চেয়ে প্রশাসন বেশি। এত প্রশাসন দরকার নেই তো। শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মিলনমেলা। দুই বছর পরপর ভোটের দিন উৎসবে মেতে উঠেন শিল্পীরা। কিন্তু এফডিসিতে এসে এসব কি দেখছি। এখানে তো সন্ত্রাসী নেই, এত প্রশাসন থাকবে কেন?’ ক্ষোভ প্রকাশ করে এভাবেই বললেন শিল্পী সমিতির সদস্য-অভিনেতা হাসান জাহাঙ্গীর।

বিএফডিসি প্রাঙ্গণে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ও সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুরো এফডিসিজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

এফডিসির মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশ পুলিশ সদস্যসহ সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত লক্ষ্য করা যায়। এ নিয়ে সাধারণ শিল্পীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তবে কেউ কেউ এটি ইতিবাচক হিসেবে দেখছেন।

এমআই/এমএমএফ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।