বিয়ে করলেন ‘ভাইয়ারে’ সিনেমার অভিনেতা রাসেল মিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৮ মে ২০২৪

২০২২ সালের মাঝামাঝি মুক্তি পায় ‘ভাইয়ারে’ সিনেমাটি। এর নির্মাতা এবং অভিনেতা রাসেল মিয়া কখনো রিকশা চালিয়ে, আবার কখনো ঠেলাগাড়ি ঠেলে সিনেমাটির প্রচার করে আলোচনায় আসার চেষ্টা করেন। কিন্তু তার সব প্রচেষ্টা ছাপিয়ে গেছে সিনেমাটি মুক্তির পর।

‘পাপমুক্ত সিনেমা’, ‘অজু নিয়ে দেখা যাবে’ এমন ধরনের উদ্ভট, আপত্তিজনক মন্তব্য করে ভাইরাল হন তিনি। এমনকি একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কান্না করতেও দেখা গেছে- যা ভাইরাল হয়।

এবার সেই রাসেল মিয়া বিয়ে করলেন। কনের নাম বর্ষা। রাসেলের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী রত্না কবির, অভিনেতা ডিএ তায়েব ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী রত্না ও হেলেনা জাহাঙ্গীর।

বিয়ে করলেন ‘ভাইয়ারে’ সিনেমার অভিনেতা রাসেল মিয়া

আরও পড়ুন

হেলেনা জাহাঙ্গীর খবরটি জানিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ছোট ভাই রাসেল মিয়াকে বিয়ে করালাম। সকলে দোয়া করবেন। বউ আমার ছোট বোন বর্ষা চৌধুরী। দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পরিচিত মুখ। সবাই তাদের সুখী জীবনের জন্য দোয়া করবেন।

‘ভাইয়ারে’ সিনেমায় রাসেল মিয়া ছাড়াও হেলেনা জাহাঙ্গীর অভিনয় করেছেন। সিনেমা প্রসঙ্গে রাসেল বলেছিলেন, ‘ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।