লুইপার ‘এ কি প্রেমের প্রতিদান’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। গেল ২৯ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে তার নতুন গান। ‘এ কি প্রেমের প্রতিদান’ গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন গায়িকা।

গানটি লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন বয়াতী। গানটিতে লুইপার সঙ্গে দ্বৈত কন্ঠে গেয়েছেন সাগর দেওয়ান। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘গানটি প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আমি মুগ্ধ। আমার কণ্ঠে ফোক গাানই বেশি শুনতে চান শ্রোতারা। তাদের জন্যই এই গান। আশা করছি আপনারা সবাই গানটি উপভোগ করবেন।’

লুইপার কণ্ঠে প্রকাশিত আরও কিছু গানের মধ্যে উল্লেখ্য- ‘জেন্টলম্যান’, ‘রঙ্গিলা হাওয়া’, ‘ধীরে ধীরে’ ইত্যাদি। সিনেমাতে তার গাওয়া একমাত্র জনপ্রিয় গান ‘ধীরে ধীরে’। রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার জন্য গেয়েছিলেন তিনি।

এছাড়া লুইপা নিয়মিত গান করছেন স্টেজ শোতে। প্রতিনিয়তই দেশের নানা অঞ্চলে ছুটে যান গান নিয়ে। সর্বশেষ রাজধানীতে একটি শোতে অংশ নেন লুইপা। প্রস্তুতি নিচ্ছেন শীতের মৌসুমে ব্যস্ততার।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।