শখ-নিলয়ের সাইলেন্ট থিফ


প্রকাশিত: ০৮:০৭ এএম, ১২ মে ২০১৬

বিয়ের পর শখ-নিলয় জুটিকে নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের। তাই নির্মাতারাও তাদের নিয়ে নতুন করে ভাবছেন। এই দুই তারকাকে নিয়ে নির্মাণ করছেন নাটক-টেলিছবি।

তেমনি নির্মিত হয়েছে নতুন নাটক ‘সাইলেন্ট থিফ’। এখানে তারা স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করেছেন। সাব্বির চৌধুরীর কাহিনিতে এর সংলাপ ও চিত্রনাট্য তানিন রহমানের। আর নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শঙ্কর দাশ।

নাটকের গল্পে দেখা যাবে- নিজের মনের অজান্তেই অনেক কিছু চুরি করে শখ। স্ত্রীর এই রোগের কথা স্বামী নিলয়েরও অজানা। কিন্তু এক সময় বিষয়টি প্রকাশ পায়।

তখন জানা যায়, এটা আসলে একটা রোগ। আর তাই বিয়ের পরও জিনিসপত্র চুরি করতে থাকে সে। একসময় স্বামীর সহযোগিতায় চুরি করার মতো অদ্ভুত এক রোগের হাত থেকে রেহাই পায় শখ।
 
‘সাইলেন্ট থিফ’ শিরোনামের নাটকটি প্রসঙ্গে পরিচালক কৌশিক জানান, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় নাটকটির শুটিংয়ের কাজ হয়েছে। নাটকটি আসছে ঈদে যেকোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।