কান চলচ্চিত্র উৎসবে তৌকীর-বিপাশা


প্রকাশিত: ০৮:১১ এএম, ১৪ মে ২০১৬

বিশ্ব চলচ্চিত্রের জমকালো আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। গেল বুধবার (১১ মে) থেকে শুরু হয়েছে আয়োজনের ৬৯তম আসর। বিশ্বের নানা দেশ থেকে চলচ্চিত্র তারকারাই সেখানে হাজির হন বাহারি সাজ পোশাকে। কেউ আসেন চলচ্চিত্র নিয়ে প্রতিযোগী হয়ে, কেউ আসেন কানের আমন্ত্রণে।

সেই কান উৎসবে প্রথমবারের পা রাখলেন বাংলাদেশের অভিনয় দুনিয়ার জনপ্রিয় দুই মুখ তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। এই দম্পতিকে দেখা গেল একটি ছবির প্রিমিয়ারে দর্শক সারিতে।

BIPASHA

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু’ফিল্মের থিয়েটারে আগামী ১৭ মে প্রিমিয়ার হতে যাচ্ছে তৌকীর আহমেদ নির্মিত ‘অজ্ঞাতনামা’ ছবিটির। এ উপলক্ষেই তৌকীর-বিপাশা এখন ফ্রান্সে। ঘুরে বেড়াচ্ছেন কান চলচ্চিত্র উৎসবে। উপভোগ করছেন ছবি ও বিশ্বনন্দিত তারকাদের জমকালো উপস্থিতি।

তৌকীরের অজ্ঞাতনামা ছবিতে অভিনয় করেছেন মোশারফ করিম, নিপুণ, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ। মোশাররফ করিম অভিনয় করছেন ফরহাদ চরিত্রে ও নিপুণের চরিত্রের নাম বিউটি। চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর আহমেদ নিজেই। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

BIPASHA

তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছাড়াও অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমাটি মার্শে দু’ফিল্মে দেখানোর কথা এবারের উৎসবে।
BIPASHA
মার্শে দু’ফিল্ম কান উৎসবের মূল অফিশিয়াল সিলেকশনের বাইরে একটি পুরোপুরি বাণিজ্যিক বিভাগ। উৎসবের সময়ে প্যালে ডে ফেস্টিভ্যালের নিচতলার জায়গাটায় নির্দিষ্ট ফি দিয়ে যে কেউ তাদের ছবি দেখাতে পারেন। প্রযোজনা সংস্থাগুলোর সুযোগ থাকে বুথ বা টেবিল ভাড়া নিয়ে নিজেদের কাজ তুলে ধরার।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে ২০০২ সালে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ প্রদর্শিত হয়। এটিই কান উৎসবে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র। তারেক মাসুদ, রোকেয়া প্রাচী ও জয়ন্ত চট্টোপাধ্যায় কান উৎসবের আমন্ত্রিত অতিথি হিসেবে হিসেবে সেই বছর অংশ নিয়েছিলেন।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।