হারানো মোবাইল খুঁজে দেবে গুগল


প্রকাশিত: ১১:৪০ এএম, ১৬ জুন ২০১৬

হাতের মোবাইলটা যেকোনো সময় যেকোনো ভাবে খোয়া যেতে পারে। চুরিতো হরহামেশাই হচ্ছে। আছে ছিনতাইকারী ও পকেটমারের ভয়। তাদের দৌরাত্ম্যে মোবাইল ব্যবহার করাই যেন দায় হয়ে পড়েছে।

তবে আর ভাবনা নেই। এবার আপনার হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করবে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের মাই অ্যাকাউন্ট হাবের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।

বছর খানেক আগে চালু হওয়া মাই অ্যাকাউন্টের নতুন আপডেটে নিজের গুগল অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করার ব্যাপারে মোবাইল ব্যবহারকারীরা বিশেষ সুবিধা পাবেন। মোবাইল চুরি হওয়ার পরে হারানো মোবাইলে ফোন অথবা এসএমএস করলে নিজের গুগল অ্যাকাউন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবেন। ইউটিউব, জিমেইল বা গুগল ম্যাপসের অ্যাকাউন্টটিকে অকেজো করতে পারবেন অন্য মোবাইল থেকে।

শুধু তাই নয়, আপনার চুরি হওয়া মোবাইলটি কোথায় আছে তা-ও ম্যাপে দেখিয়ে দেবে গুগল। পাশাপাশি আপনার বাড়ির নিকটতম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে’রও হদিস দেবে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।