রাশিফল : ১৯ আগস্ট ২০১৪


প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৯ আগস্ট ২০১৪

মেষ: অংশীদারের কপটতায় ব্যবসায় লোকসান বাড়তে পারে। বুদ্ধি ও কর্মকুশলতায় বৈষয়িক সমস্যার সমাধান।

বৃষ: জ্ঞাতিশত্রুর বাগড়ায় সম্পত্তি ক্রয়ে বাধা। কণ্ঠ ও নেত্রপীড়ায় দুর্ভোগ।

মিথুন: কর্মক্ষেত্রে কর্মকুশলতার স্বীকৃতির ইঙ্গিত। জ্ঞাতিপড়শির বাগড়ায় সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে জটিলতা। পানিপথে ভ্রমণ এড়ানোই ভালো।

কর্কট: আমদানি-রফতানি ব্যবসায় আকস্মিক নিম্নগতি চিন্তা বাড়াবে। কল্যাণকাজে অর্থদানে প্রতিপত্তি বৃদ্ধি। গুরুজনের স্বাস্থ্যের অবনতিতে কাজকর্ম ব্যাহত।

সিংহ: বিতর্কবিবাদের পরিণাম গুরুতর হতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা। কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল না-ও হতে পারে।

কন্যা: অপ্রিয় সত্য কথা যত কম বলা যায়, ততই ভালো। শত্রুকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শ্বশুরকুল থেকে প্রাপ্তির সম্ভাবনা কম।

তুলা: শেয়ার বা বিমায় বড় ধরনের প্রাপ্তিযোগ। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বাড়বে। জ্ঞাতি-পড়শির শত্রুতায় পরিবারে অশান্তি তুঙ্গে উঠতে পারে।

বৃশ্চিক:  অপ্রিয় সত্যভাষণ থেকে বিরত থাকতে না-পারলে বিড়ম্বনার আশঙ্কা। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। ছোটখাটো শারীরিক সমস্যা ভোগাবে।

ধনু:  সংক্রমণজনিত জ্বরকাশিতে কাজকর্মে বাধা। বন্ধুবান্ধবের বিরূপতায় মানসিক ক্লেশ। সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন।

মকর:  কর্মক্ষেত্রে বহুব্যস্ততা ও শ্রমযোগে আয় বৃদ্ধি। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তির স্বীকৃতি। বৈষয়িক গোলযোগ ও বিতর্কবিবাদে শান্তি নষ্ট।

কুম্ভ:  সামাজিক ক্ষেত্রে সমস্যা মিটিয়ে সমীহ আদায় করে নিতে পারেন। প্রিয়জনের কাছ থেকে মর্মঘাতী আঘাতের আশঙ্কা। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি।

মীন:  ব্যবসা সূত্রে বৈদেশিক দ্রব্যার্থ লাভ। কর্মস্থলে বিতর্কবিবাদে জড়িয়ে হয়রানির আশঙ্কা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।