রাশিফল : ৮ ডিসেম্বর


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

মেষ:  শুভানুধ্যায়ীর আনুকূল্যে কর্মসমস্যার সুরাহা হতে পারে। শত্রুর শক্তি জেনে সন্ধির সিদ্ধান্ত নেওয়া উচিত। দানধ্যানে শান্তি।

বৃষ: কোনো কর্মীকে ঘিরে ব্যবসায় আইনি জটিলতা। গবেষণায় সাফল্যের দিন। পরোপকারের জন্য বিশেষ সম্মান পেতে পারেন।

মিথুন: সম্পত্তি ঘিরে বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি। ভাগ্যোদয়ের জন্য স্থানান্তরে যাওয়ার পরিকল্পনায় আশার আলো। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদ।

কর্কট: সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে সমস্যার মোকাবিলা। পরিবারের দায়িত্ব পালন করেও অপদস্থ হতে পারেন। বাহন ক্রয়ের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো।

সিংহ: স্বনিযুক্তি প্রকল্পে ভাগ্যবিড়ম্বনা থেকে মুক্তির হদিস। উচ্চশিক্ষা ও গবেষণার বাধা কেটে যেতে পারে। অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধি।

কন্যা: কর্মপ্রতিষ্ঠানের আর্থিক অবনতিতে দুশ্চিন্তা বাড়বে। নতুন কাজকর্মের চেষ্টায় সুফল মিলতে পারে। সম্পত্তি-বিবাদে ভাইবোনের সঙ্গে সম্পর্কহানি।

তুলা: পরোপকারের প্রতিদানে উপহাস জুটতে পারে। বিশিষ্ট ব্যক্তির সহায়তায় নামী সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। প্রিয়জনের স্বাস্থ্যসঙ্কটে উদ্বেগ ও কাজকর্মে বাধা।

বৃশ্চিক:  কর্মপরিবর্তনের চেষ্টায় আশার আলো। সময়োচিত সাহসে বিপদ থেকে উদ্ধার। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি ও অবসাদ।

ধনু:  ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ যোগ। সন্তানের জেদি মনোভাবে সাংসারিক পরিবেশ বিষময়। অস্থিসন্ধির সমস্যায় দুর্ভোগ।

মকর:  ঈর্ষাকাতর সহকর্মীর কূট চাল বিপাকে ফেলে দিতে পারে। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে কালো মেঘ।

কুম্ভ:  গয়না ও মণিমুক্তোর ব্যবসায় বাড়তি মূলধন বিনিয়োগের শুভ দিন। জ্ঞাতিদের শত্রুতায় পারিবারিক সমস্যা বাড়বে। শ্লেষ্মাধিক্য ও শ্বাসযন্ত্রের দুর্বলতায় দুর্ভোগ।

মীন:  কর্মস্থলে বহু শ্রমের বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা। কথাবার্তায় নমনীয়তা স্বজনমহলে জনপ্রিয়তা বাড়াতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালায় দুর্ভোগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।