দিল্লির বিধানসভা নির্বাচন

একসঙ্গে থাকলে এমন হতো না, আপ-কংগ্রেসকে খোঁচা দিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
মমতা ব্যানার্জী

দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে পরাজিত করে ২৭ বছর পর রাজধানী দখল করেছে বিজেপি। গত দু’‌বার বিধানসভা নির্বাচনে আপ ঝাড়ু (আম আদমির প্রতীক) দিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে বিদায় করেছে। কিন্তু এবার গেরুয়া শিবিরের ধাক্কায় তাদেরই সরে যেতে হয়েছে।

তবে এই নির্বাচনে বিজেপির বিরাট কোনো কৃতিত্ব নেই। কারণ কংগ্রেস যে ভোট পেয়েছে সেটা আপের সঙ্গে যোগ করলে বিজেপির ক্ষমতায় আসা অধরাই থাকতো। আপের সঙ্গে কংগ্রেসের সংঘাতই এমন ঘটনা ঘটিয়েছে। ইন্ডিয়া জোটের দুই শরিক দলের দূরত্বের সুযোগ নিয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমন মন্তব্য করে আপ এবং কংগ্রেসকে কার্যত খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং আম আদমি পার্টি নিজেদের মধ্যে সমঝোতা করেনি। তাই দিল্লি নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। সোমবার (১০ ফেব্রুয়ারি) এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এমনকি এই ফলাফলের জন্য ইন্ডিয়া জোটের দুই শরিককেও সমানভাবে দায়ী করেছেন তিনি।

বিধানসভায় আজ অধিবেশন শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বলেন, দিল্লির নির্বাচনে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করতো তাহলে এই ফল হতো না। আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। একসঙ্গে থাকলে এমন ফল হতো না।

অন্যদিকে আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দিল্লির ভোটে জিতে এখন বিজেপি নেতারা বলছেন, পশ্চিমবঙ্গেও তারা ক্ষমতায় আসবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল কলকাতায় দাঁড়িয়ে একথা বলেছেন। এর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় কারও সঙ্গে জোটের প্রয়োজন নেই মনে করিয়ে দিয়ে মমতা বলেন, বাংলায় আমাদের কারো প্রয়োজন নেই। আমরা ২০২৬ সালে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আবার ক্ষমতায় আসব। দিল্লির নির্বাচনে কয়েক শতাংশের হেরফেরে ভোটের ফলাফল নির্ধারিত হয়েছে। কংগ্রেস নমনীয় হয়ে জোট করলে এটা হতো না।

এছাড়া দিল্লির জয়ের খবরে উচ্ছ্বসিত হয়ে বঙ্গ বিজেপির নেতারা বলতে শুরু করেছেন, এবার দিল্লির পথে হাঁটবে পশ্চিমবঙ্গও। যেভাবে কেজরিওয়ালের অহংকারের পতন হয়েছে একইভাবে এই রাজ্যেও তৃণমূল কংগ্রেসের পতন ঘটবে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।