ভারতে ঈদের নামাজে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ৩১ মার্চ ২০২৫
সোমবার (৩১ মার্চ) ভারতের রাজস্থানে ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটাতে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের/ ছবি: হিন্দুস্তান টাইমস

সম্প্রতি ‘রাস্তায় কিংবা প্রকাশ্যে নামাজ পড়া’ নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল ভারতজুড়ে। তবে এবার এক অনন্য দৃশ্য দেখা গেলো দেশটির রাজস্থান রাজ্যের জয়পুরে। সোমবার (৩১ মার্চ) সেখানে ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটাতে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গেরুয়া পোশাক পরিহিত হিন্দুরা নামাজ পড়তে থাকা ব্যক্তিদের ওপর ফুল ছিটাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে হাজার হাজার মুসলমান জড়ো হন। তারা সেখানে নামাজ আদায় করেন। সেসময় কিছু গেরুয়া পোশাক পরা লোকজনকে নামাজ আদায়রতদের ওপর ফুল ছিটান। হিন্দু মুসলিম ঐক্য কমিটি এই আয়োজন করে।

এদিকে, ঈদুল ফিতরের ঠিক আগে ভারতের মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুসারে, রোববার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক প্রাথমিক তদন্তে ‘জিলেটিন স্টিক’ ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে জানা গেছে।

পুলিশের তদন্তে মনে করা হচ্ছে, রীতিমতো ছক কষেই এই হামলা করা হয়েছে। জানা গেছে, এক যুবক প্রথমে মসজিদের ভেতরে ঢোকেন এবং খুব সম্ভবত সেই যুবকই মসজিদের ভেতর জিলেটিন স্টিক রেখে যান। পরে সেই জিলেটিন স্টিকে বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।