ভারত ছাড়লেন ২৭২ পাকিস্তানি, পাকিস্তান ছেড়েছেন ৬২৯ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৫
রোববার (২৭ এপ্রিল) আত্তারি-ওয়াঘা সীমান্তের ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে একজন পাকিস্তানি নাগরিক তার দেশে যাওয়ার সময় নজর রাখছেন একজন ভারতীয় নিরাপত্তা কর্মী/ ছবি: পিটিআই

ভারত সরকার ঘোষিত সময়সীমার মধ্যে ২৭২ জন পাকিস্তানি নাগরিক গত দুই দিনে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ দেশে পৌঁছেছেন। এদিকে, একই সময়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন ৬২৯ জন ভারতীয় নাগরিক, যাদের মধ্যে ১৩ জন ছিলেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা।

জানা গেছে, রোববার (২৭ এপ্রিল) ‘লিভ ইন্ডিয়া’ নোটিশের শেষ দিনে আরও কয়েক শ পাকিস্তানি নাগরিক ভারত ত্যাগ করবেন। ভারতীয় এক সরকারি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, ১২ ধরনের স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের আজকের মধ্যেই ভারত ছাড়তে হবে। এ তালিকায় রয়েছে ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিকতা, সম্মেলন, শিক্ষার্থী, তীর্থযাত্রীসহ বিভিন্ন ধরনের ভিসাধারীরা। তবে দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক বা সরকারি ভিসাধারীরা এই নির্দেশের আওতার বাইরে থাকবেন।

সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে, যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এর পরই নয়াদিল্লি থেকে পাকিস্তানি নাগরিকদের উদ্দেশ্যে ‘লিভ ইন্ডিয়া’ নোটিশ জারি করা হয়।

সরকারি তথ্যমতে, ২৫ এপ্রিল আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ১৯১ জন এবং ২৬ এপ্রিল ৮১ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়েছেন। একই সময়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন ২৮৭ এবং ৩৪২ জন ভারতীয় নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু পাকিস্তানি বিমানবন্দর দিয়েও ভারত ছেড়েছেন। যেহেতু ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই তাঁরা তৃতীয় দেশের মাধ্যমে পাকিস্তানে পৌঁছেছেন।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানি অবস্থান করছিলেন, সংখ্যায় প্রায় এক হাজার। রাজ্যের মন্ত্রী যোগেশ কাদম জানিয়েছেন, তাদের দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে বর্তমানে প্রায় ৫ হাজার ৫০ জন পাকিস্তানি নাগরিক বসবাস করছেন, যাঁদের বেশিরভাগের দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে।

এদিকে, শনিবার (২৬ এপ্রিল) নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা তৃতীয় রাতের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: পিটিআই

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।