সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১২ মে ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ইউক্রেন শান্তি আলোচনার আগে অনিশ্চয়তা ও উত্তেজনা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ১১ মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনার জন্য সরাসরি দেখা করার আহ্বান জানিয়েছেন। যদিও এর জন্য শর্ত দিয়েছেন যুদ্ধবিরতির, যা পুতিন এখনো মানেননি।

গাজায় স্কুলে ইসরায়েলের বোমা হামলায় নিহত ১৫
গাজায় এখনো ইসরায়েলের বোমা হামলা অব্যাহত রয়েছে। সেখানে আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় ৭১ দিন ধরে সম্পূর্ণ অবরোধ জারি রয়েছে।

তুরস্কে সংঘাত অবসানের সম্ভাবনা, অস্ত্র ত্যাগের ঘোষণা পিকেকের
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে জানিয়েছে, তারা তাদের সশস্ত্র সংগ্রাম বন্ধ করে সংগঠন বিলুপ্ত করতে চলেছে। গোষ্ঠীটির ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। পিকেকের এই পদক্ষেপের ফলে তুরস্কের সঙ্গে তাদের চার দশকের রক্তক্ষয়ী সংঘাত অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে।

ভারত-পাকিস্তান সংঘাত/ সবচেয়ে বেশি ক্ষতি হলো কার, প্রশ্ন কাশ্মীরিদের
১০ মে, শনিবার সকাল বেলা। শ্রীনগরের ফতেহ কাদালে ঝেলম নদীর পাড়ে ঘনবসতিপূর্ণ এক পাড়ায় ৬২ বছর বয়সী হাজিরা একটি সরকারি চাল বিতরণ কেন্দ্রের মেঝেতে বসে ছিলেন। মুখে টানটান উদ্বেগ, ঠোঁটের ওপর ঘাম জমা—হাজিরা বললেন, ‘তাড়াতাড়ি দেন, পরিস্থিতি ভালো না।’

ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে, দাবি পাকিস্তানের
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন যে, তারা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানাননি বরং ভারতই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

অপারেশন সিঁদুর: আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু
পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালে জম্মু-কাশ্মীরে গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেক সদস্য মারা গেছেন। গত রোববার (১১ মে) মারা যান তিনি।

ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ: ভারতীয় বিমান বাহিনী
ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকাই সামাজিক মাধ্যমে ঘোষণা করেন যে, ভারত এবং পাকিস্তান চার দিন ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর ‘সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে। চলমান সংঘাতে এটা ছিল নাটকীয় একটা মোড়। কয়েকদিনের এই সংঘাতে দুপক্ষই দাবি করেছে যে, তারা প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে এবং প্রতিপক্ষের হামলা প্রতিহত করেছে।

বিরোধীপক্ষের দাবি/ মিয়ানমারে জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত
মিয়ানমারের ছায়া সরকার জানিয়েছে, দেশটির শাসক সামরিক জান্তা সোমবার (১২ মে) একটি স্কুলে বিমান হামলা চালিয়ে অন্তত ১৭ শিক্ষার্থীকে হত্যা করেছে। এসময় আহত হয়েছে আরও ২০ জন। সাগাইং অঞ্চলের দেপেইন শহরে এই হামলার ঘটনা ঘটেছে। শহরটি বিরোধীদের নিয়ন্ত্রণাধীন এবং সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত।

শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন
বাণিজ্য যুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র এবং চীন একটি চুক্তিতে পৌঁছেছে। পরস্পরের ওপর আরোপ করা পাল্টাপাল্টি বাণিজ্য শুল্ক ৯০ দিনের জন্য ব্যাপক পরিসরে কমাতে একমত হয়েছে দুই দেশ। সোমবার যুক্তরাষ্ট্র এবং চীনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দেওয়া বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কমাতেই এই চুক্তি হয়েছে বলে জানা গেছে।

উত্তেজনার আবহে কালোবাজারির শঙ্কা, পশ্চিমবঙ্গে কড়া ব্যবস্থা
ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এরপর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আঘাত হানে ভারতের সশস্ত্র বাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও উত্তেজনার পারদ এখনো চড়া।

মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ
মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ। দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প শুরু করতে চলেছে। মালয়েশিয়ান কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।