সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ মে ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলছে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, আমরা জানি যে, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা সবার জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে সমর্থন করি। তিনি আরও বলেন, আমরা ৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যবান বলে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
অরুণাচলের আরও ২৭ জায়গার নতুন নাম দিলো চীন, তীব্র প্রতিক্রিয়া ভারতে
অরুণাচল প্রদেশের কিছু জায়গার নতুন নামকরণের ঘোষণা দেওয়ায় চীনকে কড়া ভাষায় আক্রমণ করেছে ভারত। বুধবার (১৪ মে) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বেইজিংয়ের এই প্রচেষ্টাকে ‘অকার্যকর ও হাস্যকর’ বলে উল্লেখ করা হয়েছে। নয়াদিল্লি বলেছে, চীনের এমন পদক্ষেপ গ্রহণ করবে না ভারত।
ভারত-পাকিস্তান বন্দি বিনিময়: দেশে ফিরলেন রেঞ্জার্স সদস্য ও বিএসএফ জওয়ান
ভারত ও পাকিস্তান তাদের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে একে অপরের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৪ মে) ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়। পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানায়, পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহকে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবার চীন-তুরস্কের একাধিক মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো ভারত
ভারত সরকার চীন ও তুরস্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের একাধিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। নয়াদিল্লির অভিযোগ, এই অ্যাকাউন্টগুলো ভারতের ‘জাতীয় স্বার্থবিরোধী প্রোপাগান্ডা ও মিথ্যা তথ্য’ প্রচার করছিল।
সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) দীর্ঘ ২৫ বছর পর যুক্তরাষ্ট্র ও সিরিয়ার নেতাদের মধ্যে প্রথম সরাসরি বৈঠকের আগের দিন মঙ্গলবার (১৪ মে) এই ঘোষণা দেন তিনি।
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে বিব্রত ভারত?
কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ বিতর্কে তৃতীয় পক্ষের মধ্যস্থতা অনেক দশক ধরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা নিষিদ্ধ বিষয় বা ট্যাবু হয়ে থেকেছে। পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের একটা অতি স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি তো অভিনব পথে কূটনীতির জন্যই বেশ পরিচিত। এমনটা তিনি আগেও করেছেন।
সৌদিতে পৌঁছেছেন দুই লাখের বেশি হজযাত্রী
চলতি বছরের হজ সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যেতে শুরু করেছেন হজযাত্রীরা। এরই মধ্যে দুই লাখ বিশ হাজারের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। আগামী মাসের শুরুর দিকে শুরু হবে পবিত্র হজ।
চীনা পণ্যে শুল্ক, বড় ধাক্কা লাগতে চলেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো বড় অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি না হলেও, সামুদ্রিক জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রবণতা বলছে- একটি ‘স্ব-সৃষ্ট’ ঝড় আসতে চলেছে। আবার কোম্পানিগুলোর গুদাম ফাঁকা হতে শুরু করলে, নতুন আমদানি ব্যয়বহুল হয়ে উঠলে ও সরবরাহ শৃঙ্খলায় দীর্ঘসূত্রতা তৈরি হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সত্যিকার প্রভাব দৃশ্যমান হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে
চীনজুড়ে চলছে বিজয়ের উচ্ছ্বাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধে ৯০ দিনের জন্য সাময়িক বিরতির সিদ্ধান্তকে ‘জাতীয় সাফল্য’ হিসেবে দেখা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে। যদিও ডোনাল্ড ট্রাম্প একে তার প্রশাসনের ‘কামিকাজে’ কৌশলের সফলতা বলে দাবি করেছেন। কিন্তু চীনের দৃষ্টিকোণ একেবারেই ভিন্ন- তাদের মতে, মার্কিন বাজারে পতন এবং ভোক্তাদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই নতি স্বীকার করেছে।
এসএএইচ/জিকেএস