পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ভারতে ‘সিকিউরিটি গার্ড’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১০ এএম, ১৫ মে ২০২৫
প্রতীকী ছবি: পেক্সেলস

পাকিস্তানের কাছে ‘সংবেদনশীল তথ্য’ পাচারের অভিযোগে ভারতের হরিয়ানায় একজন নিরাপত্তারক্ষীকে (সিকিউরিটি গার্ড) গ্রেফতার করেছে পুলিশ। তাদের সন্দেহ, ওই ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর।

ধৃত ব্যক্তির নাম নওমান ইলাহী (২৪)। তিনি উত্তর প্রদেশের কৈরানার বাসিন্দা এবং পানিপাতে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন।

বুধবার (১৪ মে) কারনাল জেলা পুলিশ সুপার (পানিপাত জেলারও দায়িত্বপ্রাপ্ত) গঙ্গা রাম পুনিয়া জানান, নওমান ইলাহী পাকিস্তানের কিছু লোকের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন।

আরও পড়ুন>> 

তদন্তের স্বার্থে ইলাহীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানায়, তার সঙ্গে পাকিস্তানে কারা যোগাযোগ রাখছিল, সে বিষয়ে বিস্তারিত এখনই প্রকাশ করা সম্ভব নয়।

গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে ওঠে। সীমান্তে চার দিন ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর গত ১০ মে দুই দেশ সমঝোতায় পৌঁছাং এবং সব ধরনের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয়।

এই ঘটনার কিছুদিন আগেই পাঞ্জাব পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে একজন নারীও ছিলেন। তাদের বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে গোটা রাজ্যে সতর্কতা জারি রয়েছে এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।