ভারতের বিভিন্ন শহরে ভারী বৃষ্টিতে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২২ মে ২০২৫
ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি/ ফাইল ছবি: এএফপি

ভারতের রাজধানী দিল্লি এবং প্রতিবেশী অন্যান্য শহরে ভারী বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বুধবার দিল্লিতে ভারী শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। খবর বিবিসির।

শক্তিশালী ঝড়ে গাছ-পালা উপড়ে গেছে, বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং পানির কারণে রাস্তা-ঘাটে তীব্র যানজট শুরু হয়েছে।

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়েও একই রকম চিত্র দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

ভারতের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে যে, দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলে আগামী ৬/৭ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন রাজ্যে বিশেষ করে দক্ষিণাংশে আগামী কয়েকদিন বর্জ্রপাত আঘাত হানতে পারে।

বুধবার দিল্লি বিমানবন্দরে প্রায় ৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কিছু ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো পরিচালিত একটি প্লেনের ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরগামী ফ্লাইট শিলাবৃষ্টিতে আটকে যাওয়ার পর যাত্রীরা বেশ দুর্ভোগে পড়ে যান।

একটি ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড ঝড়ের কারণে বিমানটি প্রচণ্ডভাবে কাঁপছিল এবং অনেক যাত্রী সাহায্যের জন্য চিৎকার-চেচামেচি শুরু করেন।

এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে যে, প্লেনটি শ্রীনগরে নিরাপদে অবতরণ করেছে। তবে প্লেনের সামনের ক্ষতিগ্রস্থ অংশের একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিমান সংস্থার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।