ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৫ মে ২০২৫
ফাইল ছবি: এএফপি

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, ইয়েমেনের কিছু অংশে বিমান হামলার সতর্কতা জারির পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। খবর আল জাজিরার।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের কাছে, অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ বসতিগুলোতে এবং ডেড সীর কাছে সাইরেন বেজে উঠেছে।

এর আগে গত বৃহস্পতিবারও (২২ মে) ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েলে আঘাত হানার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল।

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।

গত ৪ মে তেল আবিবের বাইরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেও ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এর ফলে বেশ কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স বিমানবন্দরে তাদের পরিষেবা বাতিল করে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।