বৃহস্পতিবার ‘চিকেনস নেকের কাছে’ জনসভা করবেন মোদী

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৮ মে ২০২৫

আগামী বৃহস্পতিবার (২৯ মে) পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সিকিম সফর সেরে আলিপুরদুয়ার পৌঁছাবেন নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভায় অংশ নেবেন। এসময় আগামী বিধানসভা নির্বাচনে দলের রণকৌশল, প্রচার, পরিকল্পনা এবং সাংগঠনিক শক্তিকে কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে দলের কর্মীদের পরামর্শ দিতে পারেন তিনি।

আরও পড়ুন>>

এছাড়াও উত্তরবঙ্গে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’। বিজেপি কর্মীদের ধারণা, এদিন শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক নিয়ে নতুন কোনো বার্তা দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এদিকে মোদীর এই সফর ঘিরে আলিপুরদুয়ারের প্রস্তুতি তুঙ্গে। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে হবে এই জনসভা। ওই এলাকার সব রাস্তাঘাট নরেন্দ্র মোদী কাটআউটে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রচার চলছে বিজেপির পক্ষ থেকে। সভাস্থল ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা।

আলিপুরদুয়ারের বিজেপি কর্মী পঙ্কজ মিত্র বলেন, আমরা উত্তরবঙ্গবাসী আনন্দিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসছেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের জন্য কিছু উপহার নিয়ে আসবেন।

জানা যায়, বৃহস্পতিবার দিল্লি থেকে আকাশপথে বাগডোগরা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে সিকিমের গ্যাংটকে পৌঁছাবেন। সিকিম থেকে হেলিকপ্টারে করে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে নামবেন তিনি। জনসভা শেষ করার পর বিহারের নির্বাচনী প্রচারে জন্য পাটনার উদ্দেশ্য রওয়ানা দেবেন মোদী।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।