শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০২ এএম, ১৬ জুন ২০২৫
প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পেরু। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। রোববার আঘাত হানা ওই ভূমিকম্পের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এএফপির।

জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, দুপুরের কিছুক্ষণ আগে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল রাজধানী লিমার পাশের বন্দর শহর ক্যালাও থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

পেরু কর্তৃপক্ষ বলছে, এই ভূমিকম্প থেকে কোনো সুনামি হওয়ার আশঙ্কা নেই। ন্যাশনাল পুলিশ জানিয়েছে, লিমায় ভূমিকম্পের সময় এক ব্যক্তির গাড়ির ওপর দেয়াল ভেঙে পড়লে তার মৃত্যু হয়। জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, লিমায় পাঁচজন আহত হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। তিনি নাগরিকদের ‌‌‘শান্ত’ থাকার আহ্বান জানিয়েছেন।

ল্যাটিনা টিভি চ্যানেলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ফুটেজ দেখানো হয়েছে। ভূমিকম্পের ফলে লিমায় অনুষ্ঠিতব্য একটি বড় ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। পেরুতে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। এটি রিং অফ ফায়ারে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার চারপাশে তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপের একটি অংশ।

পেরুতে প্রতি বছর গড়ে কমপক্ষে ১০০টি ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০২১ সালে আমাজন অঞ্চলে সর্বশেষ বড় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। ওই ভূমিকম্পে ১২ জন আহত হয় এবং ৭০ টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এছাড়া ১৯৭০ সালে পেরুর উত্তরাঞ্চলীয় আনকাশ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬৭ হাজার মানুষ প্রাণ হারায়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।