বয়স ১০০ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকতে চান পল বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৫ জুলাই ২০২৫
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। ফাইল ছবি: ফেসবুক@পল বিয়া

ক্যামেরুনের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া আরও একবার রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চান এবং সেটা হলে তিনি শতবর্ষে পা রাখার আগ পর্যন্ত দেশ শাসন করবেন। গত ৪৩ বছর ধরে মধ্য আফ্রিকার এই দেশটি একক কর্তৃত্বে শাসন করে আসা বিয়া সম্প্রতি এক ঘোষণায় জানান, তিনি অক্টোবরের আসন্ন নির্বাচনে ফের প্রার্থী হবেন।

বিয়া বলেন, এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। সেরা সময়টা সামনে আসছে।

বিজ্ঞাপন

নির্বাচনে জিতলে এটি হবে তার অষ্টম মেয়াদ। বর্তমানে সপ্তম মেয়াদ শেষের দ্বারপ্রান্তে রয়েছেন বিয়া।

আরও পড়ুন>>

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জনের মাঝেই এসেছে তার এই প্রার্থিতা ঘোষণা। দীর্ঘদিন জনসমক্ষে না আসায় বিয়ার অসুস্থতা কিংবা মৃত্যুর খবর ছড়ায়। তবে তার অফিস এসব খবর অস্বীকার করে এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে গণমাধ্যমে আলোচনা নিষিদ্ধ ঘোষণা করে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে।

১৯৮২ সালে প্রেসিডেন্ট পদে আসীন হন বিয়া। এরপর থেকে বারবার পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় রয়েছেন তিনি। ১৯৬০-এর দশকে ফ্রান্স ও ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে ক্যামেরুনের দ্বিতীয় প্রেসিডেন্ট বিয়া।

তার দীর্ঘ শাসনামলে দেশজুড়ে মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিয়ার শাসনে অতিরিক্ত বিচারবহির্ভূত হত্যা, ইচ্ছামতো গ্রেফতার, নির্যাতন, অন্যায্য বিচার ও যৌন পরিচয় বা অভিমুখের ভিত্তিতে নিপীড়নের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে সমালোচনা ও অসন্তোষ থাকলেও, আগামী নির্বাচনে বিয়াকে হারানো সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। জার্মানিতে বসবাসরত ক্যামেরুনীয় রাজনৈতিক বিশ্লেষক কলিন্স মোলুয়া ইকোম বলেন, দেশের বিরোধী শিবিরে তিন শতাধিক দল রয়েছে, তারা ভীষণভাবে ছিন্নভিন্ন। একা কেউ টিকে থাকবে না, কেবল একটি ঐক্যবদ্ধ জোটই প্রেসিডেন্ট বিয়ার জন্য হুমকি হতে পারে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তবে সেই পথও খুব সহজ নয়। গত বছর মার্চে দু’টি বিরোধী দল জোট গঠনের চেষ্টা করলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা অবৈধ ঘোষণা করে। হিউম্যান রাইটস ওয়াচ একে ‘বিরোধী দল ও মত প্রকাশ দমন নীতির অংশ’ হিসেবে আখ্যা দেয়।

সূত্র: সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।