বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের বিমান দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পিএম, ২১ জুলাই ২০২৫
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত বাংলাদেশের বিমান দুর্ঘটনার খবর/ ছবি: স্ক্রিনশট

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি, রয়টার্স, সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভিসহ বিশ্বের প্রায় সব সংবাদমাধম্যেই মর্মান্তিক এই দুর্ঘটনার খবর উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ‘বাংলাদেশের স্কুলে বিমান বাহিনীর জেট বিধ্বস্ত, কমপক্ষে ১৯ জন নিহত’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম দিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত, আহত হয়েছেন আরও অনেকে।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন সংবাদ প্রকাশ করেছে ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর জেট বিধ্বস্ত, কমপক্ষে ১৯ জন নিহত’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে তারা উদ্ধারকাজের একটি ছোট ভিডিও যুক্ত করেছে।

এদিকে, ‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত, নিহত কমপক্ষে ১৯’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সেই সঙ্গে তারা তাদের ‘এক্সপ্লেনার’ অংশে ‘বাংলাদেশে বিমান দুর্ঘটনা: আমরা যা জানি, সর্বশেষ খবর কী?’ শিরোনামে দুর্ঘটনার আপডেট তথ্য দিচ্ছে।

আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ শিরোনাম করেছে ‘বাংলাদেশের স্কুল ক্যাম্পাসে সামরিক প্লেন বিধ্বস্ত, কমপক্ষে ১৯ জন নিহত’।

ভারতের অন্যতম প্রধান সংবাদমাধ্যম এনডিটিভি ‘ঢাকায় কলেজে জেট বিমান বিধ্বস্ত, ১৯ জন নিহত’ শিরোনামে বাংলাদেশের এই দুর্ঘটনার খবর প্রচার করেছে। তারা ৯ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন প্রচার করেছে, যেখানে তাদের উপস্থাপক ও প্রতিবেদকরা দুর্ঘটনার বিভিন্ন তথ্য তুলে ধরছিলেন।

এদিকে, ‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান স্কুলে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত, বেশিরভাগই শিশু’ শিরোনামে সংবাদ প্রকাশ করে চীনা সংবাদমাধ্যম ‘দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট’।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।