পশ্চিমবঙ্গের গাঠিয়া নদীতে হরপা বান, তিন শ্রমিককে উদ্ধার

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩ এএম, ২৩ জুলাই ২০২৫

পশ্চিমবঙ্গের ডুয়ার্সের গাঠিয়া নদীতে হঠাৎ করেই হরপা বান চলে আসে। নদী পার হতে গিয়ে হরপা বানে আটকে পড়ে তিনজন পরিযায়ী শ্রমিক। পরবর্তীতে ক্রেনের সাহায্যে তাদের উদ্ধার করেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লক প্রশাসন। গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গাঠিয়া নদীতে এই পরিস্থিতি দেখা যায়।

জানা গেছে, বিহারের বেশ কয়েকজন শ্রমিক কোম্পানির কাজে ডুয়ার্সের নাগরাকাটায় গিয়েছিল। দিনের কাজের শেষে তারা গাঠিয়া নদী পার হচ্ছিল। সে সময় নদীতে পানির পরিমাণ কম ছিল।

তবে হঠাৎ করেই নদীতে হরপা বান চলে আসে। ফলে নদীতে পানির পরিমাণ বেড়ে যায়। মাঝ নদীতে ওই তিন পরিযায়ী শ্রমিক আটকা পড়েন। মাঝ নদীতে পাথরের ওপর দাঁড়িয়ে হরপা বান থেকে প্রাণে রক্ষা পান তারা।

হরপা বানের ফলে দীর্ঘক্ষণ মাঝ নদীতে আটকে থাকেন ওই শ্রমিকরা। নদীর তীরে অবস্থিত স্থানীয় লোকজন এই পরিস্থিতি দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ এবং নাগরাকাটা ব্লক প্রশাসনের কর্মকর্তারা।

প্রথমে তাদেরকে মাঝ নদী থেকে উদ্ধারের জন্য দড়ি ব্যবহার করা হয়। কিন্তু নদীতে পানির স্রোতের পরিমাণ বেশি থাকায় প্রাণের ঝুঁকি হয়ে পড়ে। পরে তাদের উদ্ধারের জন্য ক্রেনের সাহায্য নেওয়া হয় এবং অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এই গাঠিয়া নদীর উৎপত্তিস্থল ভারতের পার্শ্ববর্তী দেশ ভুটানে। ভুটানের পাহাড় থেকে বয়ে এই নদী ভারতে প্রবেশ করেছে। সম্ভবত ভুটানের পাহাড়ে বৃষ্টির কারণে এই হরপা বান এসেছে বলে ধারণা করা হচ্ছে।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।