এয়ার ইন্ডিয়ার প্লেন বিধ্বস্তের চার দিন পর ছুটিতে যান ১১২ পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৪ জুলাই ২০২৫
এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত প্লেন। ছবি: এএফপি

ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার মাত্র চার দিন পরই এয়ার ইন্ডিয়ার ১১২ জন পাইলট অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেন। দুর্ঘটনায় বিমানটি মাঝ আকাশে থ্রাস্ট হারিয়ে বিমানবন্দর থেকে দুই কিলোমিটার দূরে একটি হোস্টেল ভবনে আছড়ে পড়ে। এতে ২৭৪ জন যাত্রী নিহত হন। ভারতের অ্যাভিয়েশন প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ওই দিন ৫১ জন কমান্ডার এবং ৬১ জন ফ্লাইট অফিসার ছুটির আবেদন করেন, যা পাইলটদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরে, বিশেষত কোনো দুর্ঘটনার পর।

লোকসভায় এক প্রশ্নের উত্তরে মোহোল জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সকল এয়ারলাইনসকে পাইলটদের মানসিক স্বাস্থ্যের দ্রুত এবং কার্যকর মূল্যায়ন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইট ক্রু ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য স্বতন্ত্র এবং কাস্টমাইজড প্রশিক্ষণ মডিউল চালু করতে বলা হয়েছে যাতে তারা মানসিক চাপ ও সমস্যা চিহ্নিত ও মোকাবিলা করতে পারেন। এ ছাড়া ‘পিয়ার সাপোর্ট গ্রুপ’ গঠনের পরামর্শও দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা সম্প্রতি ডিজিসিএ-র কাছ থেকে চারটি শোকজ নোটিশ পেয়েছে, যা ক্রুদের ক্লান্তি এবং প্রশিক্ষণ সংক্রান্ত নিরাপত্তা লঙ্ঘনের সঙ্গে যুক্ত।

বিমান সংস্থাটি আরও জানায়, এসব নোটিশ তারা গত ১২ মাসে স্বতঃস্ফূর্তভাবে করা বিভিন্ন তথ্যপ্রকাশের ভিত্তিতে পেয়েছে এবং তারা এই বিষয়ে যথাযথভাবে জবাব দেবে।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, আমরা ক্রু এবং যাত্রীদের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে গত ছয় মাসে এয়ার ইন্ডিয়া ১৩টি নিরাপত্তা সংক্রান্ত নোটিশ পেয়েছে। এর মধ্যে রয়েছে হংকং থেকে দিল্লিগামী একটি ফ্লাইটের অ্যাক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লাগার ঘটনা। এটি অবতরণের পর ঘটে এবং এতে কেউ আহত হয়নি।

সূত্র: এনডিটিভি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।