রাতভর ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৯ জুলাই ২০২৫
ইউক্রেনে রাশিয়ার হামলা/ ফাইল ছবি: এএফপি

ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। খবর এএফপির।

টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ১৬ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছে। কাছাকাছি একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভের মতে, রাশিয়া জাপোরিঝিয়া অঞ্চলে ৮ বার হামলা চালিয়েছে, যার মধ্যে একটি কারাগারেও আঘাত হেনেছে।

এদিকে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।

কামিয়ানস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন। সেখানে একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সিনেলনিকিভস্কি জেলায় রুশ বাহিনীর হামলায় আরও একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

সোমবার রাতে ভেলিকোমিখাইলিভস্কা শহরে পৃথক একটি হামলার ঘটনায় ৭৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৮ বছর বয়সী এক ব্যক্তি। হামলায় একটি বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। রোস্তোভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরো স্লিউসার জানিয়েছেন, ওস্ত্রোভস্কি স্ট্রিটে ইউক্রেনের হামলায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর চালক নিহত হয়েছেন।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।