কানাডার ভূখণ্ডে প্রবেশ করলে গ্রেফতার হবে নেতানিয়াহু : মার্ক কারনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২১ অক্টোবর ২০২৫
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু/ ফাইল ছবি: এএফপি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কানাডার ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি। সোমবার (২০ অক্টোবর) এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কারনি এ তথ্য জানিয়েছেন। এ সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার পক্ষে কানাডা সরকার নেতানিয়াহুকে গ্রেফতার করবে।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি বলেন, আমাদের সরকার আন্তর্জাতিক আইন এবং জবাবদিহিতার নীতিকে শ্রদ্ধা করে। কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশকে যেকোনো বাধ্যতামূলক বিচারিক নির্দেশনার মতোই বিবেচনা করবে।

তিনি আরও বলেন, কানাডা আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণের অংশ হিসেবে নেতানিয়াহুকে গ্রেফতার করবে যদি তিনি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন।

গাজা যুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োগাভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

কানাডা রোম স্ট্যাটিউট এর স্বাক্ষরকারী দেশ, যা আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করেছে। এই চুক্তি অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ।

বিশ্লেষকদের মতে, কানাডার এই অবস্থান পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি অভূতপূর্ব দৃষ্টান্ত, যা ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে।

এদিকে মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা কানাডার এই পদক্ষেপকে ন্যায়বিচারের পক্ষে সাহসী ও নীতিগত অবস্থান হিসেবে স্বাগত জানিয়েছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর
কেএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।