যুক্তরাষ্ট্রে রেকর্ডভাঙা শীত, আসছে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে রেকর্ডভাঙা শীত/ ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঞ্চলে রেকর্ডভাঙা শীত দেখা দিয়েছে। দক্ষিণে ফ্লোরিডা পর্যন্ত ছড়িয়ে পড়েছে শীতলতার ঢেউ। একই সঙ্গে, পূর্বাঞ্চলের গ্রেট লেক এলাকায় প্রবল তুষারপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।

গত ১১ নভেম্বর সকালে ফোর্ট মায়ার্স, মায়ামি ও ন্যাপলসসহ দক্ষিণের দুই ডজনেরও বেশি শহরে নভেম্বরের রেকর্ড নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। জ্যাকসনভিল ও সাভানায় তাপমাত্রা নেমে যায় ২৮ ডিগ্রি ফারেনহাইটে (মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস)। ১৯৭৬ সালের পর এটাই প্রথমবার আগেভাগে এত ঠান্ডা দেখা গেলো।

যুক্তরাষ্ট্রের উত্তরের রাজ্যগুলোতে পরিস্থিতি আরও কঠিন। গ্রেট লেক এলাকায় প্রচণ্ড তুষারপাতের ফলে ওহাইও, পেনসিলভানিয়া ও নিউইয়র্কের পশ্চিমাংশে রাস্তা বিপজ্জনক হয়ে পড়েছে। শিকাগোর দক্ষিণে এক ফুট পর্যন্ত তুষার পড়েছে, আর উত্তরাঞ্চলে ১০ ইঞ্চির বেশি।

আরও পড়ুন>>
সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি
নজিরবিহীন খরার কবলে ইরান, লোকশূন্য হতে পারে তেহরান
বিপৎসীমার ওপর তিস্তার পানি, পশ্চিমবঙ্গে সতর্কতা জারি

যদিও শিকাগো শহরে মাত্র এক থেকে তিন ইঞ্চি তুষার পড়েছে, তবে তুষারের সঙ্গে বজ্রপাত ও প্রবল বাতাস ছিল। স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, পূর্বাভাসে ১০ ইঞ্চিরও বেশি তুষারের আশঙ্কা করা হয়েছিল, তবে সবচেয়ে ভারী তুষারপাত শহরের মূল অংশকে এড়িয়ে গেছে।

অন্যদিকে, পশ্চিম ভার্জিনিয়া থেকে টেনেসির সীমান্ত পর্যন্ত অ্যাপালাচিয়ান এলাকায়ও কয়েক ইঞ্চি তুষার জমেছে। টেনেসির নক্সভিলে ১৯৯৬ সালের পর এত আগেভাগে তুষারপাত দেখা গেছে। এমনকি সোমবার আটলান্টা ও মঙ্গলবার সকালে নর্থ ক্যারোলিনার উইলমিংটনেও তুষার দেখা গেছে।

আসছে বড় পরিবর্তন

সুখবর হলো, এই ঠান্ডা বেশিদিন স্থায়ী হবে না। সপ্তাহের দ্বিতীয়ার্ধ থেকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে। শুক্রবার ও শনিবার নাগাদ অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২৫ ডিগ্রি বেশি তাপমাত্রা দেখা যেতে পারে।

আইওয়ার ডুবুক ও ইলিনয়ের রকফোর্ডে শনিবার তাপমাত্রা ৭০ ডিগ্রি ফারেনহাইটের (২১ ডিগ্রি সেলসিয়াস) কাছাকাছি উঠতে পারে, যেখানে মাত্র কয়েকদিন আগেই প্রথম তুষারপাত দেখা গেছে।

দক্ষিণাঞ্চলেও ফের গরমের আমেজ ফিরবে। শুক্রবার নাগাদ টেনেসির ন্যাশভিলে তাপমাত্রা পৌঁছাতে পারে ৭০ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১০ ডিগ্রি বেশি। ফ্লোরিডার অনেক জায়গায় সপ্তাহান্তে তাপমাত্রা ৭০ থেকে ৮০ ডিগ্রির মধ্যে থাকবে।

তবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল এখনই তাপমাত্রা বৃদ্ধি পাবে না। সেখানে সপ্তাহজুড়ে শীতল আবহাওয়া বিরাজ করতে পরে।

সূত্র: সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।