বিপৎসীমার ওপর তিস্তার পানি, পশ্চিমবঙ্গে সতর্কতা জারি

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০২ নভেম্বর ২০২৫
বিপৎসীমার ওপর বইছে তিস্তার পানি/ ফাইল ছবি

ফের দুর্যোগের কবলে পশ্চিমবঙ্গ। দু'দিন ধরে উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলে চলছে তুমুল বৃষ্টিপাত। এর প্রভাবে বিপৎসীমার ওপর বইতে শুরু করেছে তিস্তার পানি। তার সঙ্গে ফুঁসছে তোর্সা, বালাসনও। এ কারণে মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর।

তবে জলঢাকা নদীতে কোনো সতর্কতা জারি নেই। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে কর্তৃপক্ষ।

এরই মধ্যে তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে পানি ছাড়া হয়েছে ৮৫৭ কিউসেক। পরবর্তীতে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পানিস্তর নিম্নমুখী হওয়ায় সেটি বাংলাদেশের দিকে চলে যেতে পারে, যার কারণে দেশটিতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন>>
ঘূর্ণিঝড় ‘মন্থা’র কারণে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে সতর্কতা
দার্জিলিংয়ের বন্যাকে ‘মানবসৃষ্ট’ বললেন মমতা ব্যানার্জী
পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় আটক ৪৫, পুলিশের দাবি ‘বাংলাদেশি’

তোর্সা নদীর দু’কূল উপতে পানি চা বাগানের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। নদীর পানি বাগানে ঢুকে এরই মধ্যে বহু জায়গায় চা গাছের ক্ষতি করছে।

বৃষ্টির পরিমাণ বাড়ার ফলে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ের সরস মেলা। তবে পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে মেলা ফের চালু করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হঠাৎ করে আবহাওয়ার এই পরিবর্তনে সমস্যায় পড়েছেন জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ। লাগাতার বৃষ্টির মধ্যেই জীবনজীবিকার টানে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।