বাংলাদেশি ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশি ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড

বাংলাদেশি ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড। তাদের দাবি, ট্রলারটি ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল।

জানা যায়, গত রোববার (৩০ নভেম্বর) রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ‘এফবি আল্লাহ মালিক’ নামে একটি বাংলাদেশি ট্রলার আটক করে। এসময় ট্রলারটিতে ১৫ জন জেলে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>>
বাংলাদেশের ৩ নৌকাসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড
নভেম্বরে ১০৮ জনকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু ‘অনিচ্ছাকৃত’, দাবি ভারতের

কাগজপত্র পরীক্ষা করার পর ট্রলারসহ ওই ১৫ জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। সোমবার সকালে তাদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জেলেরা সুস্থ রয়েছেন।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।