ডেনমার্ক-গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬
গত বছরের ২৫ জুন গ্রিনল্যান্ডের রাজধানী নুকে একটি যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (সবার আগে), গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন ও ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন/ ছবি: এএফপি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার (২৮ জানুয়ারি) প্যারিসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানায়, বুধবার দেশ তিনটির প্রতিনিধিরা একটি ‘ওয়ার্কিং লাঞ্চে’ অংশ নেবেন।

ম্যাক্রোঁর দপ্তর জানায়, এ বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইউরোপীয় সংহতি এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি ফ্রান্সের সমর্থন, তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়টি পুনর্ব্যক্ত করবেন।

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। খনিজসম্পদসমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

ম্যাক্রোঁর দপ্তর জানিয়েছে, বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গ্রিনল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

রাশিয়ার হুমকি ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রেক্ষাপটে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এর অংশ হিসেবে তারা হামবুর্গ ও বার্লিনে আলোচনা শেষে বুধবার (২৮ জানুয়ারি) প্যারিস সফর করবেন।

ডেনমার্কের প্রতি ইউরোপীয় সংহতির প্রশ্নে ফ্রান্স নিজেকে অগ্রভাগে রেখেছে। এরই অংশ হিসেবে আগামী মাসে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ একটি কনস্যুলেট খোলার পরিকল্পনাও করছে প্যারিস।

চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন এবং তার বিরোধিতা করলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথাও বলেন। তবে গত সপ্তাহে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর তিনি গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন।

ট্রাম্প ও রুটের মধ্যে একটি বিষয়ে সমঝোতা হয়, যাকে মার্কিন প্রেসিডেন্ট একটি ‘ফ্রেমওয়ার্ক’ হিসেবে উল্লেখ করেন। তবে ওই সমঝোতার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।