জার্মানিতে ইসলামবিরোধী সমাবেশ


প্রকাশিত: ১০:০১ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

জার্মানির বিভিন্ন শহরে ইসলাম বিরোধী সামবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে হাজারও মানুষ অংশ নেয়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সমাবেশকে সাম্প্রতিক কালের বৃহত্তম সমাবেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত অক্টোবরে জার্মানিতে এই আন্দোলন শুরু হয়েছিলো। তবে সোমবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরে অনুষ্ঠিত সমাবেশে ১৮ হাজারের মতো মানুষ অংশ নেয়। এই আন্দোলন স্থানীয়ভাবে পেগিডা নামে পরিচিত।

শুধু পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরেই নয় সোমবার রাতে স্টুটগার্ট, ম্যুইন্সটার এবং ড্রেসডেন শহরেও সমাবেশ হয়েছে।

পেগিডার একজন নেতা ক্যাথরিন বলেন, জার্মানিতে আবারও রাজনৈতিক দমনপীড়ন শুরু হয়েছে। এই পেগিডার বিরুদ্ধেও দেশটিতে আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। পেগিডার বিরুদ্ধে অভিযোগ যে তারা বর্ণবাদ এবং অসহিষ্ণুতাকে উস্কানি দিচ্ছে।

পুলিশ জানিয়েছে, পেগিডার কয়েকশো সমর্থক রাজধানী বার্লিনে বিক্ষোভ করতে চাইলে পাঁচ হাজারের মতো সাধারণ মানুষ তাদেরকে থামিয়ে দেয়। শহরের যেসব সড়ক দিয়ে পেগিডা সমর্থকদের মিছিল করে যাওয়ার কথা ছিলো, সেসব সড়কে তাদেরকে আটকে দেয়া হয়।

এর আগে নববর্ষের বানীতে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল ইসলামবিরোধী এধরনের আন্দোলনের ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেন, পেগিডার নেতারা মানুষের মনে ঘৃণা রোপন করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।