আফগানিস্তানে হামলায় পুলিশপ্রধান ও বিচারক নিহত
আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক হামলায় জেলা পুলিশপ্রধান ও এক বিচারক নিহত হয়েছেন। শনিবার নাঙ্গারহার ও সরিপুল প্রদেশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অজ্ঞাত কয়েকজন বন্দুকধারী সাংচরক জেলার পুলিশপ্রধান হাকিম বেগের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় সময় বেলা ২টায় এ ঘটনা ঘটে। সরিপুল প্রদেশের গভর্নর আব্দুল জব্বার হাকবেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পুলিশপ্রধান হাকিম বেগ সরিপুল প্রদেশের রাজধানী থেকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ওই সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এতে আরও দুইজন আহত হন।
অন্যদিকে, নাঙ্গারহার প্রদেশে বন্দুকধারীদের গুলিতে এক জজ বা বিচারক নিহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে আব্দুল মতিন নামের ওই বিচারকের ওপর গুলি চালায়। এতে তিনি নিহত হন।
প্রসঙ্গত, গত এক সপ্তাহের ব্যবধানে নাঙ্গারহার প্রদেশে দুইজন বিচারক নিহতের ঘটনা ঘটল। এর আগে বুধবার প্রদেশের রাজধানী জালালাবাদের বাসায় বন্দুকধারীদের হামলায় এক বিচারক নিহত হন। ওই ঘটনায় তার দুই মেয়ে আহত হয়।