হামলার সঙ্গে ইসলামের সম্পর্ক নেই : ওঁলাদ


প্রকাশিত: ০২:২৯ এএম, ১১ জানুয়ারি ২০১৫

প্যারিসের বিভিন্ন স্থানে যেসব বর্বরোচিত সন্ত্রাসী হামলা হয়েছে, তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। সন্ত্রাসী হামলার বিষয়ে সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উগ্রবাদীদের  সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, ফ্রান্সের বিরুদ্ধে হুমকি এখনো শেষ হয়ে যায়নি। রোববার অনুষ্ঠেয় জাতীয় ঐক্যের মিছিলে অংশ নিয়ে এ বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানাতে সব ফরাসি নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও গণমিছিলে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সারা বিশ্বের মুসলমানরা সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।