পাকিস্তানে সড়ত দুর্ঘটনায় নিহত ৫৭


প্রকাশিত: ০৮:১৮ এএম, ১১ জানুয়ারি ২০১৫

পাকিস্তানের করাচিতে যাত্রীবাহী বাস ও তেল ট্যাংকারের মধ্যকার সংঘর্ষে অন্তত ৫৭ জন নিহত হয়েছে। শনিবার গভীর রাতে  এ ঘটনা ঘটে। করাচির জিন্নাহ হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পুলিশ  ৩০ জন নিহতের কথা জানিয়েছে। খবর ডন নিউজ।

জানা গেছে, বাসটি শিকড়পুর থেকে করাচিতে যাওয়ার পথে অপর দিক থেকে আসা তেল ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। যাত্রীবাহী বাসটির ভেতরে ৫৫ যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১৮ শিশু ছাড়াও বেশ কয়েক নারী রয়েছে। বাসটির উপরেও যাত্রী ছিল যাদের অনেকেই দুর্ঘটনার সময় লাফ দিয়ে নিরাপদ দূরত্বে চলে যেতে সক্ষম হয়।

করাচির জিন্নাহ হাসপাতালের চিকিৎসক সামি জামালি বলেন, আমরা ৫৭টিরও বেশি লাশ গ্রহণ করেছি। তাদের দেহ পুরোপুরি পুড়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

পুলিশের ধারণা খারাপ রাস্তা, অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।