ইসরাইল সীমা ছাড়িয়ে যাচ্ছে : সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০১:০৫ পিএম, ১৭ জানুয়ারি ২০১৫

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম বলেছেন, ইসরাইল সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সুইডেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর তেল আবিব যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে ক্ষুব্ধ হয়েছে ওই দেশটি। আর সেই ক্ষোভেরই প্রকাশ ঘটেছে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রমের বক্তব্যে।

সুইডেনের জনপ্রিয় দৈনিক ‘ডাগেনস নাইহেটর’-কে দেয়া সাক্ষাৎকারে ওয়ালস্ট্রম বলেন, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সুইডেনের স্বীকৃতির ব্যাপারে ইসরাইলের সার্বিক প্রতিক্রিয়া অপ্রত্যাশিত নয়। তবে তাদের সর্বশেষ মন্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন,তাদের সাম্প্রতিক বাগাড়ম্বরপূর্ণ উক্তি সকল সীমা লঙ্ঘন করেছে।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফর করতে চাইলেও তাকে বাধা দেয়া হতো বলে সম্প্রতি ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়্যেল মন্তব্য করেছেন। ইসরাইলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এভিগদর লিবারম্যান সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দখলদার ইসরাইল ও সুইডেনের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে মারগট ওয়ালস্ট্রম ইসরাইলে তার পূর্ব-নির্ধারিত সফর বাতিল করেন। তিনি আরো বলেন, ইসরাইল শুধু আমাদের জন্যই বিরক্তির কারণ সৃষ্টি করছে না বরং যুক্তরাষ্ট্রসহ  অন্যদের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।