মিশরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৭


প্রকাশিত: ০৪:০৩ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

মিশর বিপ্লবের বার্ষিকীতে রাজধানী কায়রোসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনকালে নিহত হয়েছেন অন্তত ১৭ জন। নিহতদের মধ্যে এক নারীও রয়েছেন।

২০১১ সালে মিশরে গণ-বিপ্লবের চতুর্থ বার্ষিকীতে ২৫ জানুয়ারি রোববার এ সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সামরিক শাসনবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে সশস্ত্র সেনারা।

২০১১ সালের ২৫ জানুয়ারি সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটেছিল। এর ৪র্থ বার্ষিকীতে কায়রোয় ইখওয়ানুল মুসলিমিনসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে।

কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি কোনও রকম বিক্ষোভ-সমাবেশ করতে দিতে রাজি নন। সরকারের বাধা সত্ত্বেও বিভিন্ন কায়রো, আলেকজান্দ্রিয়াসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ থেকে বহু মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে ‘উইমেন অ্যাগইনেস্ট দ্যা ক্যু’ নামে একটি সংগঠনের মুখপাত্রও রয়েছেন।

এদিকে, বিপ্লব বার্ষিকী উপলক্ষে রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে যাওয়ার সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে কায়রোগামী সব ট্রেন। সূত্র: প্রেস টিভি, রয়টার্স।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।