গ্রীসের নতুন নীতির বিরোধিতায় ইউরোপ
গ্রীসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে না নিতেই নিজের নীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বিরোধিতার মুখে পড়লেন কৃচ্ছতা-বিরোধী বামপন্থী নেতা অ্যালেক্সিস সিপ্রাস।
ক্ষমতায় এলে আগের সরকারের কৃচ্ছতা নীতির অবসান ঘটাবেন, মিস্টার সিপ্রাস বারবার এমন ঘোষণা দিয়ে এলেও জার্মানি ও ফ্রান্স-সহ ইউরোপীয় কমিশনের নেতারা এখন বলছেন, গ্রীসকে আগের সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
কৃচ্ছতাসাধন করে যখন ঋণ-ভার কমিয়ে আনার পথে ছিল দেনায় জর্জরিত গ্রীস, তখন ব্যয় কাটছাঁট আর চাকুরিচ্যুতির কড়া বিরোধী হিসেবে অবস্থান নিয়েই গ্রিসের জনগণের মন জয় করে নিয়েছেন মি. সিপ্রাস।
এখন নতুন প্রধানমন্ত্রী হিসেবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই হবে তার কাজ। কিন্তু অফিসে কাজ শুরু করবার আগেই বিরোধিতার মুখে পড়লেন তিনি।
প্রথম আঘাতটি এলো ইউরোপের বড় অর্থনীতির দেশ জার্মানির তরফ থেকে। দেশটি বলছে, গ্রীসকে অবশ্যই আগের সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
একই রকম বক্তব্য আসছে ইউরোজোনের অর্থমন্ত্রীদের গ্রুপের প্রধানের তরফ থেকেও। তবে এসব বক্তব্যে সাড়া দেয়া কঠিনই হবে গ্রীসের নতুন সরকারের জন্য।
এআরএস