ইয়েমেনে বিমান হামলায় আল কায়েদার ১৩ জঙ্গি নিহত


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

ইয়েমেনে মার্কিন জোটের বিমান হামলায় আল কায়েদার ১৩ সদস্য নিহত হয়েছে। মার্কিন জোটের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তিনটি বিমান হামলায় ওই ১৩ আল কায়েদা সদস্যকে হত্যা করা হয়েছে। আগস্টের ২৪ তারিখ থেকে সেপ্টেম্বরের ৪ তারিখের মধ্যে কেন্দ্রীয় ইয়েমেনের সাবওয়াহ এলাকায় ওই হামলা চালানো হয়েছে।

তবে মার্কিন জোট নিহতদের পরিচয় কিভাবে জানলো সে বিষয়ে বিস্তারিত কিছু ওই বিবৃতিতে জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র বলছে, ওই এলাকায় এখনো তালেবান একটা বড় হুমকি। ওই এলাকা থেকে তাদের হটিয়ে দিতেই বার বার বিমান হামলা চালানো হচ্ছে।  

জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় এ পর্যন্ত ৬ হাজার ৬শ মানুষ নিহত হয়েছে। এছাড়া প্রায় ২৫ লাখ মানুষ যুদ্ধ-সংঘাতে গৃহহীন হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।