সারদাকাণ্ড : সাবেক মন্ত্রী মাতঙ্গ সিং গ্রেফতার


প্রকাশিত: ০২:৩৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

সারদাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিং। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে  সিবিআইয়ের জেরার মুখোমুখি হন তিনি।

গ্রেফতারের পরই তিনি অসুস্থ বোধ করায় তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববারই তাকে আদালতে হাজির করা হবে। মাতঙ্গ সিংয়ের বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ করেছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে মাতঙ্গ সিংকে জেরা করে সিবিআই।

সিবিআই দফতরে ঢোকার আগে কংগ্রেস নেতা মাতঙ্গ সিং দাবি করেন, তিনি সুদীপ্ত সেনকে চিনতেন না। শুধুমাত্র সাক্ষী হওয়ার জন্য সিবিআই তাঁকে ডেকেছে।

তিনি আরও জানান, সারদার ক্ষতিপূরণ বাবদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গঠিত শ্যামল সেন কমিশনকে তিনি একটি টিভি চ্যানেল কেনাবেচার অঙ্ক হিসাবে ৫০ লাখ রুপি ফিরিয়ে দিয়েছেন।

অন্যদিকে সিবিআই সূত্র জানায়, একটি চ্যানেল কেনাবেচা সংক্রান্ত বিষয়ে মাতঙ্গ সিংয়ের সঙ্গে কয়েক কোটি রপির লেনদেন হয় সুদীপ্তের। সেই মতো তাকে সব টাকা মিটিয়েও দেন সুদীপ্ত। কিন্তু অভিযোগ, টাকা দিলেও চ্যানেল হস্তান্তর করা হয়নি। কয়েক কোটি রুপি মাতঙ্গ সিং তার কাছে আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন সুদীপ্ত। সেই অভিযোগ খতিয়ে দেখতেই মাতঙ্গ সিংকে জেরা সিবিআইয়ের।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।