পাকিস্তানে আরো ২ জঙ্গির ফাঁসি কার্যকর
পাকিস্তানে আরো দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সকালে করাচির কেন্দ্রীয় কারাগারে লস্কর-ই-জাঙ্গভির দুই সদস্য আতাউল্লাহ আলিয়াস ও আজম আলিয়াসের দণ্ড কার্যকর হয়।
২০০১ সালে করাচির একটি বাজারে ড. আলি রাজা পিরানি নামের একজনকে হত্যার দায়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর আগে, প্রেসিডেন্ট মামনুন হুসেইন তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলে সোমবার তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হয়। এই দণ্ড কার্যকরের আগে করাচিজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ।
এ নিয়ে গত ডিসেম্বরে পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ২১ জনের ফাঁসি কার্যকর হলো।
এআরএস/পিআর