‘নরেন্দ্র মোদির বুক ১০০ ইঞ্চি’


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০২ অক্টোবর ২০১৬

পাক অধিকৃত কাশ্মিরের সন্ত্রাসী আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযানের জন্য ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নরেন্দ্র মোদির বুক এখন ৫৬ থেকে ১০০ ইঞ্চি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে শিবরাজ বলেন, মোদিজি যা করে দেখালেন তাতে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। শুধু উরি হামলার প্রতিশোধ নয়; দেশের অর্থনৈতিক উন্নতির পেছনেও মোদি মডেলের বড় অবদান আছে। চীনের চেয়েও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেশি বলে দাবি করেন মধ্যপ্রদেশের এই মুখ্যমন্ত্রী।

২০১৪ লোকসভার নির্বাচনী প্রচার অভিযানে বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মোদির বুক ৫৬ ইঞ্চি বলে সামনে আনতে চেয়েছিল। নির্বাচনের জয়ের রেশ মিলিয়ে যাওয়ার পর মোদির ৫৬ ইঞ্চির বুক নিয়ে ব্যঙ্গ করে আক্রমণ করেছিল বিরোধীরা।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রতিশোধের পর নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চি বুক নিয়ে ফের ময়দানে নেমেছে বিজেপি।

উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনী গত বুধবার রাতে পাক অধিকৃত কাশ্মিরের ভেতরে ঢুকে সন্ত্রাসীদের সাতটি আস্তানায় অভিযান চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ওই অভিযানে ২ পাক সেনা ও ৩৮ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।

পাকিস্তান দুই সেনার নিহতের তথ্য স্বীকার করে বলছে, কাশ্মিরের ভেতরে ভারত অভিযান চালায়নি; সীমান্তে গোলাগুলিতে দুই সেনা নিহত হয়েছে। এ ছাড়া গোলাগুলিতে ভারতের ৮ সেনা নিহত ও এক সেনাকে আটকের দাবি করে পাক সেনাবাহিনী। জিনিউজ।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।