হিলারি-ট্রাম্পও হয়তো বাংলাদেশিদের মতো চিন্তিত নন


প্রকাশিত: ০৩:২৮ এএম, ০৯ নভেম্বর ২০১৬

চট্টগ্রামের বাসিন্দা তারেক হোসাইন। দীর্ঘদিন নিউইয়র্কে থাকেন। বাংলাদেশি হিসেবে নির্বাচন-সংক্রান্ত অভিজ্ঞতাটা খুব একটা সুখকর নয়। কিন্তু বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট নির্বাচনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনকালে শৃঙ্খলা আর নির্বাচন-পদ্ধতি দেখে রীতিমতো অবাক তিনি।

ভোটগ্রহণ শেষেও স্বেচ্ছাসেবক হিসেবে ভোটকেন্দ্রে থাকেন তিনি। সেখানে থাকা অবস্থায় জাগো নিউজকে জানান, এখনো ভোটকেন্দ্রে। খুবই বিরক্ত। ১০টা (স্থানীয় সময়) পর্যন্ত মনে হয় থাকতে হবে। যত তাড়াতাড়ি পারি কেটে পড়বো।

US

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, সারাদিনে কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। এখানে প্রত্যেকে ভোট দিতে এসেছে নিজেদের বাচ্চাদের সঙ্গে নিয়ে। হাতে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে কীভাবে কী করতে হয়। বাচ্চারা গ্রুপ করে আসছে, কো-অর্ডিনেটর নিজে ওদের সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, শেখাচ্ছে।

গণতন্ত্রের প্রথম পাঠ বলা যায়। পুরো কেন্দ্রে শুধু দুজন পুলিশ অফিসার। দ্যাটস ইট! কোনো বিশেষ বাহিনী নেই। মানুষ ভোট দিচ্ছে, সেলফি তুলে চলে যাচ্ছে। এই স্কুলে প্রথম তলায় ভোট হয়েছে আবার দ্বিতীয় তলায় ক্লাস হয়েছে। আমি যেই ভোটকেন্দ্রে কাজ করছি, এটা একটা ইহুদি স্কুল (মাদরাসার মতো)। দেয়ালে দেয়ালে ইহুদি মনীষীদের ছবি আর বাণী, হিব্রু-ইংরেজি মিশ্রিত। এগুলো দেখে-পড়েই সময় কাটিয়েছি। আমার কাজ ছিল হুইলচেয়ারে আসা ভোটারদের পথ দেখিয়ে দেওয়া, যদিও এই কেন্দ্রে সারাদিনে এমন একজনও আসেনি!’

US

কেন্দ্রের বাইরের নির্বাচনী অভিজ্ঞতা বিশেষ করে বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আশাপাশের মার্কিনি কিংবা অন্য দেশের নাগরিকদের চেয়ে বাংলাদেশিদের দেখলাম নির্বাচন নিয়ে ঘুম হারাম। স্বয়ং হিলারি বা ট্রাম্প নিজেরাই হয়তো এতো টেনশন করছে না! বাঙালি গ্লোবাল রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে, অবশই ভালো লক্ষণ। তবে আগে নিজের ঘরের খবর রাখাটা তো জরুরি।

US

হিলারি না ট্রাম্প কাকে সমর্থন করেন জানতে চাইলে তিনি বলেন, আমিই বোধহয় একমাত্র বাংলাদেশি যে ট্রাম্প এলেও অখুশি হবো না। হিলারি টিপিক্যাল রাজনীতিবিদ, আর টিপিক্যাল রাজনীতিবিদে আমার এলার্জি আছে। তার চেয়ে ট্রাম্পই ভালো, মনে যা মুখেও তা। হিলারি আসলে খুব ভালো কিছু হয়ে যাবে, বা ট্রাম্প এলেও খুব খারাপ হবে মনে হয় না।  

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।