আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস পালনের বিল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালনের জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল তুলেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কংগ্রেসওমেন গ্রেস মেং। খুব শিগগিরই কংগ্রেসে বিলটি পাস হতে পারে। গত শুক্রবার নিউইয়র্কের সানিসাইডের কমিউনিটি সেন্টারে অমর একুশ পালনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কংগ্রেসওমেন গ্রেস মেং একথা জানান। বাংলাদেশ সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
গ্রেস মেং বলেন, বাংলা ভাষার বিস্তর এখন সারা বিশ্বে। ইউনেস্কোর ঘোষণায় বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে। এ বিষয়টি বিবেচনা করেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালনের জন্য কংগ্রেসে বিলটি উত্থাপন করেছি। অচিরেই এ বিলটি পাস হবে বলে তিনি আশা করেন।
বিলটির সারমর্ম ব্যাখ্যা করে লিখিত একটি চিঠি বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন তিনি। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গত বছর এই বিল উত্থাপন করেন মার্কিন কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ডেমক্রেটদলীয় গ্রেস মেং। এই বিলটি ভোটে যাওয়ার আগে প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির অনুমোদন লাগবে। অতি সাম্প্রতি যুক্তরাষ্ট্রে তিন মুসলিম ছাত্র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন গ্রেস মেং।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেসমেন গ্রেস মেং বাংলাদেশের চলমান সহিংসতা ও মানবাধিকার লংঘনের নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের কাজে কখন সমর্থন করেনা। এ সংকট নিরসনে উভয় দলকেই এগিয়ে আসতে হবে।
আরএস/আরআই