আট শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য রেখে ভারতে বাজেট ঘোষণা
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরবর্তী অর্থবছরে আট শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য সামনে রেখে নতুন বাজেট ঘোষণা করেছে। ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের তরফে এটিই প্রথম বাজেট।
বাজেটে দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন। এর পাশাপাশি এই প্রথম সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেয়া হয়েছে বাজেটে। এছাড়া মহিলাদের নিরাপত্তার জন্য বড় অংকের অর্থ বরাদ্দ করা হয়েছে বাজেটে।
আগামী পাঁচ বছরে রেলওয়ের উন্নয়নে সাতশো কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর পাশাপাশি বিদেশীদের জন্য ভারত সফরের ভিসা পাওয়া সহজতর করা হচ্ছে। ১৫০টি দেশের নাগরিকরা তাদের নিজ দেশের ভারতীয় দূতাবাস থেকে ভিসা সংগ্রহের পরিবর্তে ভারতে অবতরণের পর বন্দর থেকেই তাদের ভিসা নিতে পারবেন। বর্তমানে কেবল ৪০টি দেশের নাগরিকরা এই সুবিধা পান।
আরএস/পিআর