ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত : দু’সপ্তাহ পর জীবিত সেনা উদ্ধার


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ার দূরবর্তী জঙ্গলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দু’সপ্তাহ পর এক সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পরেও অলৌকিকভাবে বেঁচে ছিলেন তিনি। শুক্রবার এক সেনা মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির ।

সেনা মুখপাত্র সাবরার ফাধিলাহ এএফপিকে জানিয়েছেন, ইয়োহানেস সিয়াহপুতরা নামের ওই সেনাকে বৃহস্পতিবার রাতে বর্নো দ্বীপের বাসিন্দারা খুঁজে পান। ফাধিলাহ এক ক্ষুদেবার্তায় বলেছেন, ‘ইশ্বরকে ধন্যবাদ যে আমরা তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

উদ্ধার পাওয়া ওই সেনা হাত, কোমর এবং পায়ে আঘাত পেয়েছেন। বহুদিন ধরে না খেতে পেয়ে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। নভেম্বরের ২৪ তারিখে বেল-৪১২ হেলিকপ্টারে ওই সেনাসহ আরো চারজন সেনা ছিলেন।

কপ্টারটি রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তিনদিন পর এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। কপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর তিনজন নিহত হয়। সেসময় একজন নিঁখোজ ছিলেন। অবশেষে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে গত মার্চে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সুলাওয়েশিতে খারাপ আবহাওয়ার কারণে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১২ জন প্রাণ হারায়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।