পাকিস্তানে প্রথম সুন্দরী বোমা নিষ্ক্রিয়কারী


প্রকাশিত: ০২:৪৮ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

পাকিস্তানের বম্ব ডিসপোজাল ইউনিটে যোগ দিয়েছেন সুন্দরী এক তরুণী। ২৯ বছর বয়সী ওই তরুণীর নাম রফিয়া কাশিম। দেশটির বম্ব ডিসপোজাল ইউনিটে যোগ দেয়া তিনিই প্রথম নারী। টানা ১৫ দিন ধরে নওসেরায় ৩১ জন পুরুষ সহকর্মীর সঙ্গে পাকিস্তানের প্রশিক্ষণ নিয়েছেন এই পাক সুন্দরী।

প্রশিক্ষণ নেওয়ার সময় রফিয়া অত্যন্ত পারদর্শিতার সঙ্গে কাজ করেছেন বলে জানিয়েছেন নওসেরার বোম্ব ডিসপোজাল ট্রেনিং-এর এক প্রশিক্ষক। এর আগে পাকিস্তান পুলিশের হয়ে দীর্ঘ সাত বছর দেশের সেবা করেছেন রফিয়া। মাধ্যমিক শেষ করার আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি নিয়ে পড়াশুনা করেছেন তিনি।

পাকিস্তানের অত্যন্ত শিক্ষিত পরিবারের মেয়ে রফিয়া। রূপে-গুনে সমানভাবে বাকি পাঁচজনের থেকে অনেকটাই আলাদা তিনি। নওসেরায় প্রশিক্ষণ নেওয়ার সময় বোমের ধরণ এবং তা খুব তাড়াতাড়ি খুঁজে বের করার পদ্ধতি শিখেছেন তিনি। তার কাছে একাধিক বেসরকারি প্রতিষ্ঠানে কর্পোরেট চাকরির অফার ছিল কিন্তু তা সত্ত্বেও সেই চাকরি না করে দেশ সেবা করতে চেয়েছেন তিনি।

রফিয়া জানিয়েছেন, সাত বছর আগে পাকিস্তানের একটি আদালত চত্বরে বোমা হামলার ঘটনা ঘটে। তারপরেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।