দেড় লাখ বন্দিকে রাজক্ষমার ঘোষণা থাই রাজার


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৩ ডিসেম্বর ২০১৬

থাইল্যান্ডের নতুন রাজা মাহা ভাজিরালঙ্কর্ন দেশটির বিভিন্ন কারাগারের দেড় লাখ বন্দিকে রাজক্ষমার ঘোষণা দিয়েছেন। রাজাকে অপমানে কঠোর আইন রয়েছে দেশটিতে; তবে নতুন এই রাজা এ ধরনের অভিযোগেও আটক কিছু বন্দিকে ক্ষমা করবেন। মঙ্গলবার এক রাজ ডিক্রিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলাদেজের মৃত্যুর পর রাজপুত্র মাহা ভাজিরালঙ্কর্ন চলতি মাসের ১ তারিখে সিংহাসনে আরোহণ করেন। এক বিবৃতিতে রয়াল গ্যাজেট বলেছে, সিংহাসনে আরোহণের পর এটিই রাজার প্রথম কোনো পদক্ষেপ।

বিবৃতিতে বলা হয়েছে, রাজক্ষমার আওতায় দেশের বিভিন্ন কারাগারে দেড় লাখ বন্দি মুক্তি পাবেন অথবা সাজার মেয়াদ কমানো হবে। তবে কোন ধরনের বন্দি এ রাজক্ষমার আওতায় আসবেন সেবিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি দেশটির কর্মকর্তারা।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।