যাত্রীকে টেনে হিঁচড়ে নামিয়ে দিলেন বিমানের নিরাপত্তারক্ষী (ভিডিও)


প্রকাশিত: ১০:২৮ এএম, ১৪ ডিসেম্বর ২০১৬

নিরাপত্তাজনিত তল্লাশির নিয়ম উপেক্ষা করে বিমানে ওঠার অভিযোগে যুক্তরাষ্ট্রের মিশিগানে এক নারী যাত্রীকে বিমান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছে নিরাপত্তারক্ষীরা।

ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, বিমানে ওঠার আগে বেশ কিছু নিয়ম মানতে হয় যাত্রীদের। সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র তল্লাশি করা হয়। সেই নিয়মই ভেঙেছিলেন ওই নারী। উঠে পড়েছিলেন বিমানে।

নিয়ম ভাঙার অভিযোগে তাকে বিমান থেকে নেমে যেতে বলেন বিমানের নিরাপত্তাকর্মীরা। নির্দেশনা না শুনলে শুরু হয় ধাক্কাধাক্কি। পরে বাধ্য হয়েই ওই নারীকে দুই হাত ধরে টেনে নামান বিমানের নিরাপত্তারক্ষীরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ওই নারীকে আসন থেকে টেনে দুই হাত ধরে নামাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। নারী যাত্রী বিমান থেকে কোনো মতেই নামতে চাচ্ছেন না।

ডেল্টা এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী কী কারণে বিমানে উঠেছিলেন তা এখনো পরিষ্কার নয়। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরই পুলিশ তাকে গ্রেফতার করেছে।



এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।