অস্ত্র আমদানির শীর্ষে সৌদি আরব!
ভারতকে টপকে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশের স্থান দখল করে নিয়েছে তেলসমৃদ্ধ সৌদি আরব। গত বছর সৌদি আরবের অস্ত্র আমদানি বাবদ ব্যয় এক লাফে ৫৪ শতাংশ বেড়ে সাড়ে ৬০০ কোটি ডলার স্পর্শ করেছে। অন্যদিকে একই বছর ভারত আমদানি করেছে ৫৮০ কোটি ডলার মূল্যের অস্ত্র। বিশ্বের অস্ত্রবাণিজ্য সংক্রান্ত শীর্ষ স্থানীয় বিশ্লেষক আইএইচএস ইনকর্পোরেটেড সম্প্রতি এ খবর দিয়েছে।
অস্ত্র সংক্রান্ত এ প্রতিবেদন তৈরি করেছেন বেন মোরেস। এতে বলা হয়েছে, অস্ত্র আমদানির ক্ষেত্রে সৌদি আরবের নাটকীয় প্রবৃদ্ধি ঘটেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগেকার অস্ত্র আমদানি সংক্রান্ত ক্রয় নির্দেশের ভিত্তিতে বলা যায় দেশটির এ খাতে আমদানি কমবে না।
বেন মোরেস আরও বলেন, মধ্যপ্রাচ্যব্যাপী রাজনৈতিক সংঘাত বাড়ছে। একই সঙ্গে এ অঞ্চলে তেলও রয়েছে। কাজেই এ এলাকার দেশগুলো অস্ত্র আমদানি চালিয়ে যাবে। সূত্র : ইন্টারনেট
এসএইচএ/এমএস