দুর্ঘটনার কবলে ভারতীয় বিমান
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে স্পাইসজেট নামে দেশটির একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। রাজ্যের হুব্বালি বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেছে বিমানটি। রোববার রাতে এ ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানের ৭৮ জন যাত্রী ও চারজন ক্রু সবাই নিরাপদে আছেন। বিমানবন্দরের সিনিয়র এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি বেঙ্গালুরু থেকে হুব্বালি বিমানবন্দরে অবতরণ করার পরই এ ঘটনা ঘটে। বিমানটিতে রাজ্যের তথ্যমন্ত্রী রোশান বাইগও ছিলেন বলেন সূত্র নিশ্চিত করেছে।
রোশান বাইগ বলেন, হাঙ্গাল জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বিমানে হুব্বালি বিমানবন্দরে আসেন।
স্পাইসজেটের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জিপি গুপ্ত জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিএ/এমএস