কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে হামলা : নিহতের সংখ্যা বেড়ে ১৪৭
কেনিয়ার গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ ঘণ্টা পর পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তাবাহিনীর গুলিতে হামলাকারী ৪ জঙ্গি নিহত হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে জিম্মি ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে ও হতাহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার ভোরে মুখোশধারী সন্ত্রাসীরা স্থানীয় গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে ছাত্রছাত্রীদের জিম্মি করে বন্ধুকধারীরা। তারা মুসলিম ছাত্রছাত্রীদের বের হতে দিলেও খ্রিস্টান শিক্ষার্থীদের জিম্মি করে রাখে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়টি ঘিরে ফেলে।
হামলায় কতজন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মচারি কিংবা নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে, এখনও আলাদা করে তার সঠিক হিসাব দিতে পারেনি কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলাকারী ৪ বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ হামলার পরপরই দায় স্বীকার করেছে সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব।
এদিকে, কেনিয়া সরকার আল শাবাবের উচ্চপদস্থ কর্মকর্তা মোহামেদ কুনো এ হামলার হোতা বলে জানিয়েছে এবং তাকে ধরিয়ে দেয়ার জন্য প্রথমে ৫৩ হাজার ও পরে তা বাড়িয়ে ২ লক্ষ ১৭ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে। ১৯৯৮ সালে কেনিয়ায় মার্কিন দূতাবাসে হামলার পর এ হামলাটিকে কেনিয়ার সবচেয়ে বড় জঙ্গি হামলা হিসেবে গণ্য করা হচ্ছে। নাইরোবির সে হামলায় ২১৩ জন নিহত হয়েছিলো।
এআরএস/এমএস