ওবামার জন্য গাড়িতেই সন্তান প্রসব!


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

সন্তান ভূমিষ্ঠ হলে সবাই খুশি হন। সন্তান জন্মদানের জন্য বাবা-মাকে অভিনন্দনও জানান সবাই। সন্তানের জন্মদানের বিষয়টি খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করে। কিন্তু শিশু যদি রাস্তায় কারো গাড়িতেই ভূমিষ্ঠ হয়, তবে সেটা কি উত্তেজনা তৈরি করে! এমন ঘটনাই ঘটেছে আমেরিকায়।

দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার মোটরগাড়ির শোভাযাত্রায় সৃষ্ট যানজটে গাড়ি আটকে থাকার সময় একটি প্রাইভেট কারে সন্তান প্রসব করেন এক মহিলা। আমেরিকার লাসভেলা এলাকায় এই ঘটনা ঘটে। খবর দ্যা ওয়াশিংটন পোস্ট।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই রাস্তা ধরে ওবামার গাড়িবহর যাচ্ছিলো। সে সময় হেল্পিং লাইন ৯১১ নম্বরে ফোন আসে যে রাস্তার ধারে একজন প্রসব বেদনায় কাতরাচ্ছেন। একজন নার্স দরকার। কিন্তু যান-জটের কারণে সেখানে নার্সও পৌছাতে পারছেন না। অবশেষে গাড়িতেই সন্তান ভূমিষ্ঠ হলে মা ও শিশুকে একটি অ্যাম্বুলেন্সে করে  প্রেসিডেন্ট চলাচলের জরুরি পথ ধরে হাসপাতালে নেওয়া হয়।

লাসভিলা মেডিকেলের একজন কর্মকর্তা কুর্টনি মেলনি বলেন, খুবই খুশি হয়েছি যে আমরা জরুরি পথ দিয়ে অবশেষে আসতে পেরেছি।

সদ্য সন্তান প্রসব করা ওই  মা বলেন, আমি এই ঘটনা কোনোদিন ভুলবো না।

মেলনি মজা করে বলেন, যদি হোয়াইট হাউস থেকে ব্যবস্থা করা হতো তাহলে হয়তো এই শহর থেকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট খুঁজে পেতে খুব বেশী কষ্ট হতো না।

এমজেড/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।